বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:০৩ অপরাহ্ন
নির্জস্ব প্রতিবেদকঃযার পদ চারণায় মুখরিত থাকে নেত্রকোণার সামাজিক ও রাজনৈতিক অঙ্গন। যাকে ঘিড়ে আগামীর নেতৃত্বের প্রহর গুনছে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সর্বস্থরের নেতৃবৃন্দ। মুজিব আদর্শের প্রদীপ্ত যোদ্ধা সবার প্রিয় নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন।
দলের দুঃসময়ের সেই কারা-নির্যাতিত ছাত্রনেতা বিগত সময়ে নেত্রকোণা পৌর ছাত্রলীগের সদস্য ছিল ২০০৫ সালে এবং ২০১১ সালে নেত্রকোণা জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান, ২০১৪ সালে ১০ই সেপ্টেম্বর নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আজ পযন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
যাকে নিয়ে নেত্রকোণা সামাজিক অঙ্গনের মানুষগুলো আগামী নেতৃত্ব নিয়ে আশার বুক বাঁধে। সেই রবিউল আওয়াল শাওন হলো হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদের আহ্বায়ক, বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক, নেত্রকোণা চেস্ ক্লাবের সহ-সভাপতি,জেলা নিরাপদ সড়ক চাই প্রকাশনা সম্পাদক, নেত্রকোণা জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, নজরুল সেনা ক্লাব-লাভ ব্রাদাস ক্রিকেট ক্লাব- এ্যাপোলো ১১ ক্রিকেট ক্লাব এর সম্মানিত সদস্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
নেত্রকোণা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক উপ-যুব প্রধান ও মানবাধিকার কমিশন নেত্রকোণা সরকারী কলেজ শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।আরো অনেক সামাজিক সংগঠনের সাথে নিজেকে নিমজ্জিত রেখেছেন শাওন।
রবিউল আওয়াল শাওন সম্পর্কে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সম্মানিত সদস্য শেখ সাদাফ ইসলাম বলেন, শাওন ভাই মানেই হলো সততা ও কর্ম দক্ষতার প্রতীক। যাকে ঘিড়ে ছাত্রলীগ দূর্নীতি মুক্ত ছাত্র নেতৃত্ব আশা করে।
কলমাকান্দা লেংগুড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক কুরবান আলী বলেন, শাওন এমন মানুষ তৃণমূল থেকে শুরু করে নেত্রকোণা জেলার সর্বস্থরে তার নেতৃত্ব বিকাশিত মান এবং সামাজিক ভাবেও নিজেকে উজার করে রেখেছে। আমরা তৃণমূল কর্মীরা শাওনের নেতৃত্বের উপর আস্থা রাখতে পারি।
তাই নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃত্ব পিতা- মাতা হারা মুজিব আদর্শের প্রদীপ্ত যোদ্ধা রবিউল আওয়াল শাওন কে আগামী নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দেখতে চায় এবং আস্থা রাখতে চায়।