সোমবার, ০১ মার্চ ২০২১, ০৮:১০ অপরাহ্ন
আফজাল হোসেন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের মধ্যনগর থানা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন হয়েছে। গিয়াস উদ্দিন তালুকদার নূরীকে সভাপতি ও পরিতোষ সরকারকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ।
শনিবার জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এই কমিটি অনুমোদন করেন।
দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হলেও নব নির্বাচিত গিয়াস উদ্দিন তালুকদার নূরী ও পরিতোষ সরকারকে আগামী ১৫দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিষয়টি ব্যারিস্টার এম এনামুল কবির ইমন নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ নভেম্বর মধ্যনগর থানা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।