বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিলের জোর তাগিদে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ষোল বছর পর সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা হওয়ায় আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য। নতুন নেতৃত্বের পথেই হেটে চলছেন তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবী আগামী দিনে দলকে সুসংগঠিত করতে নতুন নেতৃত্বের বিকল্প নেই। ষোল বছরে ত্রি-বার্ষিক সম্মেলন হলে অন্তত ৫টি সম্মেলন হতো। এই ৫টি সম্মেলনের মাধ্যমে ১০ জন সভাপতি সম্পাদক বেরিয়ে আসতেন। ফলে নেতৃত্বের জট সৃষ্টি হতো না। কিন্তু ষোল বছর সম্মেলন না হয়ে দলের কার্যক্রমে অনেক ভাটা পড়েছিল। তৃণমূল নেতাকর্মীরা দাবী তুলে বলেন, ত্রি-বার্ষিক সম্মেলন যেন ৩ বছরের মাথাই হয়। আগামী ৩০ ডিসেম্বরের সম্মেলনকে সামনে রেখে প্রথমে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভ‚ঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম এবং সব শেষে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে জোরেসোরে মাঠে নেমেছেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কেন্দুয়া কলেজের সাবেক ভিপি মোঃ জাহাঙ্গীর চৌধুরী। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদিকা বর্তমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সালমা আক্তারও সভাপতি প্রার্থী হতে পারেন। এছাড়া প্রথমে সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা পৌর মেয়র মোঃ আসাদুল হক ভুঞা। এদিকে কয়েক দিন আগে সাধারন সম্পাদক হিসেবে নিজেকে প্রার্থী ঘোষনা করেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা মোঃ হুমায়ুন কবীর চৌধুরী। তারা প্রত্যেকেই দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের বাড়ি বাড়ি যাচ্ছেন। করছেন মোটর সাইকেল শোডাউন। এর ফলে দিন দিনই জমে উঠছে সম্মেলনের প্রচার প্রচারণা।