বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক দৈনিক প্রথম সকাল ২৪ ডটকম
নেত্রকোনা বারহাট্টা উপজেলা আসমা ইউনিয়নের হরিয়া তলা গ্রামে মাদ্রাসার জায়গা সংক্রান্ত মামলায় সাক্ষী দেওয়াতে গত ০৩/০৫/২০২০ তারিখে গুরুদাস চন্দ্র বিশ্বশর্মাকে হারুলিয়া বাজারে যাওয়ার সময় হাবিব মিয়া,মতি মিয়া, বারেক মিয়া ও সজিব মিয়া কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে।
আহত ব্যক্তির ডাক চিৎকারে কয়েকজন এসে হাবিব মিয়া ও তার লোকজনের কবল থেকে রক্ষা করে। এর পর আহত গুরুদাসকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এই সময় রোগীর অবস্থা আশংকা জনক হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এই ব্যপারে ০৭/০৫/২০২০ তারিখে বারহাট্টা থানায় গুরুদাসের ভাই মঙল চন্দ্র বিশ্ব শর্মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিল।
আজ শনিবার সকাল ১০ টা আহত গুরুদাস চন্দ্র বিশ্ব শর্মা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেছে। দৈনিক প্রথম সকাল কে তার মৃত্যুর ব্যপারটি আসমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার লিটন মিয়া জানিয়েছে।
এদিকে আজ সকাল ১১ টায় মামলার পরিপ্রেক্ষিতে
১ নং আসামী হাবিব মিয়া ৩ নং আসামী আঃ বারেক মিয়া ও ৪ নং আসামী সজিব মিয়াকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। গ্রেফতারের বিষটি নিশ্চিত করেছে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তিনি বলেন তিন জনকে গ্রেফতার করা হয়েছে, এক জন পলাতক আছে তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
৫ নং ওয়ার্ডের মেম্বার লিটন মিয়া বলেন এতো দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করাতে আমি মেম্বার হিসেবে খুবেই সন্তুষ্ট, শুধু আমি না পুলিশের এমন কাজের তৎপরতাই আমার ওয়ার্ডের সকলেই সন্তুষ্ট।এই সময় গ্রামের সাধারণ লোক অপরাধীদের শাস্তির দাবী জানায়।