বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা বারহাট্টা উপজেলার আমঘাইল গ্রামের আমঘাইল আদর্শ হাফেজিয়া মাদ্রাসাটির জমি দান করেছিলেন অত্র এলাকার মৃত সোনা মিয়া এবং এর নিমার্ণ ব্যয় বহন করেছিলেন অত্র এলাকার সকল লোকজন। তৎপরবর্তীকালে এলাকার লোকজন মৃত জনাব সোনা মিয়ার কাছে মসজিদের জন্য আরও কতক জমি দাবী করেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মৃত সোনা মিয়া সাথে সাথে মসজিদের জন্য আরও কতক জমি দান করেন। কিন্তু দুঃখের বিষয় হলো গত ৮ মে ২০২০ তারিখে উক্ত মাদ্রাসাটির নামে সরকারি বরাদ্দকৃত দুতলা বিশিষ্ট মাদ্রাসা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়, স্থাপনাটি উদ্ভোদন করেন বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু ও নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব বাবু প্রশান্ত কুমার রায় , কিন্তু প্রতিষ্ঠাতা হিসেবে সোনা মিয়ার নাম না দিয়ে একজন মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করা হয়েছে। যা রীতিমত অন্যায় এবং মৃত সোনা মিয়ার প্রতি অবিচার বলে মনে করে এলাকাবাসী, এছাড়াও একজন বীর মুক্তিযোদ্ধা অন্যায়ভাবে নিজেকে প্রতিষ্ঠাতা হিসেবে দাবী করে নিজেকে জাতির সামনে কেবল লজ্জিতই করেননি, জাতির বীর সৈনিক সকল মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন। উনার এধরনের অপকর্মে গ্রামবাসী লজ্জিত এবং এহেন ঘৃণা কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন।
তাই মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের নিকট বিনীত আহ্বান দ্রুত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে মরহুম সোনা মিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও ন্যায় বিচার করুন এমন দাবী এলাকাবাসীর।
সূত্র বারহাট্টা নিউজ