বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:২৬ অপরাহ্ন
ডিজিটাল বাংলাদেশের রূপকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের দেওয়ান লিয়াকত।
রবিবার ( ২৬ জুলাই) রাতে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানান। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকীতে দীর্ঘায়ু কামনা করেন।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশনেত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া দম্পতির প্রথম সন্তান ১৯৭১ সালের ২৭ জুলাই জন্ম গ্রহণ করেন। তার নাম রেখেছিলেন নানা শেখ মুজিবুর রহমান।
শুভেচ্ছা জানাতে গিয়ে দেওয়ান লিয়াকত বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের ইসতিহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ যুক্ত করা হয় তারই উদ্যোগে। যার বাস্তবায়নের সুফল ভোগ করছে গোটা জাতী।
তিনি আরও বলেন, তরুন এই কম্পিউটার বিজ্ঞানী তথ্যপ্রযুক্তির উন্নয়নে প্রধানমন্ত্রীর পাশে থেকে সর্বাত্বক কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসাবে নিয়োজিত রয়েছেন। তবে তিনি কোন বেতন গ্রহণ করেন না।
ধন্য মায়ের ধন্য ছেলের জন্যই গোটা বিশ্বকে হাতের মুঠোয় পাচ্ছে বাঙ্গালী জাতী। ডিজিটাল বাংলাদেশ উপহার দাতা সজীব ওয়াজেদ জয়কে তার জন্মদিনে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।