সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে নেত্রকোনা বারহাট্টা উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল এতিম খানায় বিশেষ খাবার পরিবেশন, বৃক্ষ রোপণ কর্মসূচি ও বারহাট্টা অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমির প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেম , সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ, ভাইস চেয়ারম্যান আনোয়ার আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার শায়লা,বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান , সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ,৩ নং বারহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্র নেতা সুব্রত সরকার চন্দন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, যুব সমাজের নয়ন ফকির, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস বাবুল সহ অন্যন্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।