বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১২:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নেত্রকোণা বারহাট্টা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল কবীর খোকন।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাক্ষ গোলাম রসুল তালুকদার, বিশেষ অতিথি ছিলেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান খান,বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব সাইদুর রহমান চৌধুরী,বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব আসমত মোল্লা,নেত্রকোণা জেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি জনাব আলী মোস্তফা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ২ নং সাহতা ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান সুজাত, ৩ নং বারহাট্টা সদর ইউনিয়নের সভাপতি জনাব আরশাদ আলী,৪ নং আসমা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার খান মাখন,৫নং চিরাম ইউনিয়নের সভাপতি ডাঃ মন্জুরুল হক মন্জু,৬ নং সিংধা ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ,৭ নং রায়পুর ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার সাহা।
এছাড়াও বক্তব্য রাখেন সিংধা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ আবুল কাশেম ও বাউসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর সামাদ তালুকদার নিলু সহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন যে,আজকের এইদিনে গণতন্ত্রের বিজয় হয়েছিলো,স্বৈরাচার নিপাত গিয়েছিলো।গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যেই মহান নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করে গেছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও বক্তারা বলেন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের প্রত্যেকটি ওয়ার্ড,ইউনিয়ন কমিটিতে যেন প্রকৃত ত্যাগী ও নৌকা প্রেমী নেতা কর্মীরা পদ পদবী পান তার আশাবাদ ব্যক্ত করেন। গণ মানুষের নেতা খায়রুল কবীর খোকন বলেন,ওয়ার্ড-ইউনিয়ন কমিটিতে যেন কোনোভাবেই বিএনপি কিংবা বহিরাগতরা পদ না পায় তার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।প্রধান অতিথি জনাব অধ্যাক্ষ গোলাম রসুল তালুকদার বলেন,১ নং বাউসী ইউনিয়নের একতরফা কমিটিতে বেশ কয়েকটি ওয়ার্ডে বিএনপির সক্রিয় নেতাকর্মীদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি -সম্পাদক বানানো হয়।যার দরুণ সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে অবমাননা করা হয়, যেখানে সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে যেন কোনোভাবেই বিএনপি কিংবা বহিরাগতরা দলের পদ পদবী না পায় সেখানে কিভাবে বাউসী ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে বিএনপির সক্রিয় নেতারা সভাপতি-সম্পাদকের পদ পায়।
শেষ মূহুর্তে জনাব খায়রুল কবীর খোকন বলেন,সামনে মোহনগঞ্জ পৌরসভার নির্বাচন,সকল নেতার্কমীদের নিয়ে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন মোহনগঞ্জ পৌরসভার কাছাকাছি হওয়ায় সিংধা ইউনিয়নের নেতাকর্মীদের সার্বক্ষণিক প্রচার প্রচারণায় থাকার জন্য আহ্বান করেন।