বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৭:৫৮ অপরাহ্ন
আমার মায়ের মধুর হাসি
যখন আমি দেখি,
মহানন্দে হারিয়ে যাই
কষ্টগুলো তুলে রাখি।
এই হাসিতে জোছনা দোলে
কাব্য দোলে মধুর বোলে,
চাঁদের বুকেও হাসি দেখি
লাল সবুজেও তোমায় দেখি।
বিশ্বময় ঘুরতে গিয়ে
অবাক লাগে ভারী,
তাকিয়ে দেখি আমার মায়ের
সবুজ রঙের শাড়ি।
মধুর আমার মায়ের হাসি
আমি তোমায় ভালবাসি,
মাগো তোমার রতন ডাকে
মায়ার আশিস জড়িয়ে থাকে।
সুখে এবং দুঃখে আমি
মা মধু নাম মুখে রাখি,
যতো দূরেই থাকি আমি
মায়ের ছবি বুকে রাখি।
ছবি: আমার মা জাহানারা বেগম, চন্দ্রপুর, নেত্রকোণা, ২০২০।