বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার, মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে বারহাট্টা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪৫ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেলো। আজ সারা দেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ৭০,০০০ পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। যারা ঘর পেলো তাদের জমি ছিল না। ঘর ছিল না। আজ তারা জমিসহ ঘরের মালিক হলেন।বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ দলিলাদি হস্তান্তর করে তাদের মালিকানা নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুর রহমান, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা লতিফুর রহমান, সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোহাম্মদ আব্দুল কাদের প্রেসক্লাবের সেক্রেটারী ফেরদৌস আহমাদ বাবুল , গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।