বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:১৯ অপরাহ্ন
লাল টুকটুক একটা পরী এসে
খোকার পানে চেয়ে দিল হেসে।
বললো পরী, আমার সাথে যাবে?
গেলে তুমি অনেককিছু পাবে।
বললো খোকা মিটমিটিয়ে আঁখি
সত্যি নাকি, দেবে না তো ফাঁকি!
বললো পরী চড় আমার ডানায়
আমরা দুজন উড়ব এখন হাওয়ায়।
উড়ে উড়ে গেল পরীর দেশে
পরীর ছানা দেখে বলে, কে সে?
পরী বলে, তোমার খেলার সাথি
একই সাথে খেলবে দিবারাতি।
পরীর ছানা ছুঁতে গেল খোকা
ঠিক তখনই বনে গেল বোকা।
দেখলো খোকা শুয়ে আছে খাটে
বলছে বাবা, উঠে বস পাঠে।