বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০১:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা বারহাট্টা উপজেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “ তথ্য আপা”-প্রকল্প (পর্যায়-২) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বুধবার (০৩ মার্চ) উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামে আসমা আক্তারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ।
অনুষ্ঠানে বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, কৃষি, চিকিৎসা সেবা সহ গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। পরিশেষে তথ্য আপার কর্মীরা সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।