বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০১:২৬ পূর্বাহ্ন
আজ ১৭ ই মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। মাদারীপুরে নানা উৎসব আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে দিনটি। দিনটি উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এরপরে স্বাধীনতা অঙ্গনে ১০০ শিশুর কন্ঠে কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। ধৈবত আবৃত্তি ভূমির পরিবেশনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। এর পরে শিশুদের নিয়ে কেক কাটা হয় ও শিশুদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পরে সন্ধ্যা সাত ঘটিকায় জেলা প্রশাসন, মাদারীপুরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক ড.রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি,সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় আলোচকেরা জাতির পিতার জীবন, কর্ম ও আদর্শ নিয়ে নানাবিধ আলোচনা করেন। পরে শিশুদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।