মোঃ মাহামুদুল হাসান
বই যা মানুষের সবচেয়ে ভালো বন্ধু। বইয়ের আবেদন কখনোই মানুষের কাছে কমে না। বই পড়েই অর্জন করা যায় অগাধ জ্ঞান। যা জীবনে চলার পথে সহায়ক ভূমিকা পালন করে। প্রতি বছরের ন্যায় এবারেও মাদারীপুরে শুরু হয়েছে বই মেলা ও সাহিত্য উৎসব। শহরের লেকপাড়ে শহীদ কানন চত্তরে আয়োজন করা হয়েছে মেলার। আজ থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলবে এই মেলা। বিকাল চারটা থেকে শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত। মাদারীপুর বইমেলা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় এই বইমেলা ও সাহিত্য উৎসবের। সন্ধ্যা সাত ঘটিকায় মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপি, সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর বইমেলা উদযাপন পরিষদের সভাপতি খান মোঃ শহীদ, সদ্য যোগদান করা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, কবি, লেখক ও সাহিত্যিকগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও মেলায় আগত দর্শনার্থীরা। বই প্রেমীদের পদচারণায় মুখর মেলার পরিবেশ। এবারের এই উৎসবে কবি ও লেখক দুলাল সরকারকে সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য পদকে ভূষিত করা হয়। মেলা উপলক্ষে বসেছে মোট নয়টি স্টল। মেলায় পাওয়া যাচ্ছে মাদারীপুরের লেখক- কবিদের লেখা বই ও বাংলা সাহিত্যসহ বিশ্বসাহিত্যের প্রথিতযশা লেখকদের বই। এছাড়াও এই উৎসবে থাকছে বিষয় ভিত্তিক আলোচনা, সাহিত্য বিষয়ক কুইজ,আবৃতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে মেলা প্রাঙ্গণে জমজমাট পরিবেশ বিরাজ করছে।