মুজিব মানে বাংলার স্বাধীন ,
মুজিব মানেই চির ত্যাগ ।
মুজিব মানে হাজারো ঋণ ,
মুজিব মানেই ভাবাবেগ ।
মুজিব মানে মুক্তির আলো ,
মুজিব মানেই বীরপুরুষ ।
মুজিব মানে স্বাধীনতার চুক্তি ,
মুজিব মানেই প্রেম ফানুস ।
মুজিব মানে তুমুল বজ্র কন্ঠ ,
মুজিব মানেই বুক ভরা আশা ।
মুজিব মানে মুক্তির ডাক ,
মুজিব মানেই বাংলা ভাষা ।
মুজিব মানে আপোষহীন যোদ্ধা ,
মুজিব মানেই বিনম্র শ্রদ্ধা ।
মুজিব মানে অতি প্রিয় নাম ,
মুজিব মানেই চিরকাল অম্লান ।